Recent Activities of BCCI

Home  -   Latest activities   -   BCCI

বৃক্ষ বিতরণ

বৃক্ষ বিতরণ | 10 Jul, 2024

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির CSR ফান্ড থেকে গত বছরের ন্যায় এ বছরও "বৃক্ষ দিয়ে সাজাই দেশ" "সমৃদ্ধ করি বাংলাদেশ" এ স্লোগানকে সামনে রেখে জাতীয় বৃক্ষ বিতরণ অভিযান -২০২৪ উপলক্ষে ১০ হাজার বৃক্ষ বিতরণের লক্ষ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, মানিকচক এর শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণের মাধ্যমে বৃক্ষ বিতরণ অভিযানের শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার সম্মানিত সভাপতি জনাব মোঃ মাসুদুর রহমান মিলন সিআইপি, পরিচালক জনাব মোঃ সাইরুল ইসলাম, জনাব রণজিৎ কুমার পালিত, জনাব পারভেজ হোসেন উজ্জ্বল এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।