Recent Activities of BCCI

Home  -   Latest activities   -   BCCI

খাদ্য বিতরন

Photo Gallery | 29 Jul, 2024

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, মানিকচক বগুড়ায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কর্মহীন মানুষের মাঝে যথাক্রমে 

চাল-৫কেজি, আলু-৫ কেজি, মসুর ডাল -১ কেজি, পেঁয়াজ-১কেজি, সয়াবিন তেল-১ কেজি ও লবণ- ১/২ কেজি মোট- ১৩'৫ কেজি খাদ্যসামগ্রী  বিতরণ করেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মানিত সভাপতি জনাব মোঃ মাসুদুর রহমান মিলন সিআইপি এসময় পরিচালক হাসান আলী আলাল,  এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সদস্য পারভেজ হোসেন উজ্জ্বল উপস্থিত ছিলেন।