Recent Activities of BCCI

Home  -   Latest activities   -   BCCI

ঋণ বিতরন

Photo Gallery | 16 Jul, 2024

আব্দুল্লাহ হিল মারুফ সিদ্দিকী একজন তরুণ উদ্যোক্তা হিসেবে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির হতে ইতিপূর্বে জামানত ও সুদবিহীন ঋণ সুবিধাভোগী সফল উদ্যোক্তা। এই তরুণ উদ্যোক্তা তার ব্যবসার পরিধি বৃদ্ধি লক্ষ্যে পুনরায় ঋণ সহায়তা চেয়ে আবেদন করলে চেম্বার সভাপতি জনাব মোঃ মাসুদুর রহমান মিলন, সিআইপি ও পরিচালনক জনাব গোলাম কিবরিয়া বাহার সরেজমিনে পরিদর্শন করে ২ বছর মেয়াদে ৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।