Recent Activities of BCCI

Home  -   Latest activities   -   BCCI

চেম্বার বিজ্ঞপ্তি

Event News | 15 Jun, 2022

জেলা প্রশাসনের আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় বগুড়া জেলার হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্ট এর এনওসি, নিবন্ধন, লাইসেন্স প্রদান, নিয়ন্ত্রণ রাজস্ব আদায় সংক্রান্ত অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা সার্কিট হাউজ কনফারেন্স রুম, বগুড়া অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক। প্রধান অতিথি এ এইচ এম গোলাম কিবরিয়া নিয়ন্ত্রক, হোটেল সেল (অতিরিক্ত সচিব), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সঞ্চালক জনাব আয়েশা হক সহকারী নিয়ন্ত্রক, (সিনিয়র সহকারী সচিব), হোটেল সেল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। উক্ত সভায় বগুড়া চেম্বারের পক্ষে প্রতিনিধিত্ব করেন চেম্বারের সম্মানিত সহ-সভাপতি জনাব মোঃ মাফুজুল ইসলাম রাজ।