Recent Activities of BCCI

Home  -   Latest activities   -   BCCI

বৃক্ষ বিতরণ

Photo Gallery | 26 Jul, 2023

"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে "জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩" উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, মানিকচক বগুড়া- স্কুল শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছ বিতরণ করেন বগুড়া চেম্বারের সম্মানিত সভাপতি জনাব মোঃ মাসুদুর রহমান মিলন সিআইপি ও পরিচালক জনাব মোঃ সাইরুল ইসলাম।