একজন সফল উদ্যোক্তা
কামলিয়া কান্তা
০১৭৭৫-৬১০৮৯৬
বগুড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি থেকে কামলিয়া কান্তা কে জামানত ও সুদবিহীন লোন প্রদান করা হয়েছিল। তরুণ ও সফল উদ্যোক্তা হিসেবে তিনি ''কান্তা মটরস এন্ড ইঞ্জিনিয়ারিং'' নামক মেশিনারিজ ওয়ার্কশপ এর পরিধি সম্প্রসারণের মাধ্যমে সফলভাবে তার ব্যবসা পরিচালনা করে যথাসময়ে চেম্বারের প্রধানকৃত লোনের টাকা পরিশোধ করছেন। কঠোর পরিশ্রমের ও উদ্যমী হলে সাফল্য অর্জিত হবে এটি প্রত্যাশিত।
বগুড়া চেম্বার যেভাবে কামলিয়া কান্তা কে সহযোগিতার হাত বেড়ে দিয়েছিল তা আগামীতে অব্যাহত থাকবে। আমরা সকলেই এই তরুণ উদ্যোক্তার উত্তরোত্তর সফলতা কামনা করছি এই প্রত্যাশায়...
পরিচালনা পর্ষদ
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।